কয়রায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০২-০৪ - ২০:৫৩

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার ইউনিয়ন পর্যায়ে ২ দিন ব্যাপী মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাঠে মহারাজপুর ইউনিয়নের ২১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় সহকারি শিক্ষা অফিসার জনাব বিদ্যুৎ রঞ্জন সাহার সভাপতিত্বে দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন ৪নং মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মঠবাড়ী সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা শাহাবুদ্দীন, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী ও ইউপি সদস্য অহিদ মোড়ল। উক্ত খেলা পরিচালনা করেন সহকারি শিক্ষক আবুল কালাম, আক্তারুল ইসলাম,নুরুল ইসলাম, নুরুল আমিন,শামীম, মনিমোহন,শুভ দীপ্ত ও আঃ করিম। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এসকেন্দার আলী, প্রধান শিক্ষক কে এম নাজমা পারভীন, মাফিয়ার রহমান, মোছাঃ মনিরুন্নেছা, গোলাম রসুল, সাংবাদিক শাহজাহান সিরাজ সহ ইউনিয়নের সকল প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় অত্র ইউনিয়নের ২১ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দের সাথে অংশগ্রহন করেন।