কয়রায় হরিণের মাংস সহ আটক ২

প্রকাশঃ ২০১৯-১১-২৯ - ১৮:২৭

কয়রা(খুলনা)প্রতিনিধি : কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি হরিণের মাংস সহ ২ ব্যাক্তি কে আটক করেছে । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম শাহাদৎ হোসেন,এসআই হাফিজুর রহমান ও এটিএসআই লিয়াকত হোসেন ২৯ নভেম্বর অভিযান চালিয়ে ভোর ৪ টার দিকে উপজেলার দক্ষিন বেদকাশী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে দুই কেজি হরিণের মাংস সহ দুই ব্যাক্তি কে আটক করে । আটক ব্যাক্তিরা হলেন দক্ষিন বেদকাশী গ্রামের আব্দুর রশিদ শেখের পুত্র আবু সাইদ শেখ (৩১)ও গোলখালী গ্রামের সামাদ গাজীর পুত্র আসাদুজ্জামান –টুকু(৩০)। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন ,হরিণের মাংস সহ আটক দুই জনের নামে বন্য প্রানী সংরক্ষন আইনে মামলা রুজু করা হয়েছে।