কয়রায় ১০ টাকার চাল ডিলারের বিরুদ্ধে বেশি দামে বিক্রির অভিযোগ

প্রকাশঃ ২০২০-০৪-১৬ - ১৬:৪৮

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাউল ডিলার কর্তৃক অন্যত্র বিক্রির পর জনতার হাতে আটক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্থানীয় সোশ্যাল মিডিয়া প্রচারের পর উপজেলা প্রশাসন তদন্ত শুরু করেছেন। অভিযোগে জানা গেছে,কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে বিতরনের ডিলার সুভাস চন্দ্র সরকার অধিক মূল্যে চাউল বিক্রি করেছেন। সূত্র জানায়, উক্ত ডিলার গত মঙ্গলবার সকাল আনুঃ ১১ টায় উপজেলার সুড়ি খালী বাজারের মেসার্স সরকার বাণিজ্য ভান্ডার থেকে সরকারি ছিল যুক্ত ৩০ কেজি ওজনের ৩ বস্তা চাউল বিক্রি করেন। অতঃপর চাউল নিয়ে যাওয়ার সময় পার্শ¦বর্তী পাইকগাছা থানার পাতড়াবুনিয়া গ্রামের একদল যুবক বস্তার গায়ে সরকারি ছিল যুক্ত দেখে উক্ত চাউল আটকের পর তাকে ছেড়ে দেন। অতঃপর ঘটনার কিছুক্ষনের মধ্যে এ খবর স্থানীয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে গেলে খাদ্য বান্ধব ১০ টাকা দরের চাউল বেশি দামে বিক্রির খবরের সত্যতা খুজে পায়। এ সময় সাংবাদিকরা পাইকগাছা থানার খড়িয়া বাসাখালী গ্রামে উক্ত চাউল ক্রেতা চানুক্ষ মন্ডলের বাড়ীতে গেলে তিনি চাউল কেনার কথা স্বীকার করে বলেন, সুড়ি খালী বাজারের সুভাসের দোকান থেকে ৩০ কেজির ৩ বস্তা চাউল তারা ৭০০ টাকা দরে কিনেছেন। এ বিষয় ডিলার সুভাসের সাথে কথা বললে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে স্বীকার করে বলেন, কার্ডধারীদের কাছ থেকে কিনে রেখে বেশি দামে বিক্রি করেছেন। তবে স্থানীয় আমাদী ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন বলেন, তার কাছে এ ধরনের কোন অভিযোগ নেই। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, বিষয়টি তিনি অবগত হওয়ার পর তদন্ত শুরু করেছেন এবং সত্যতা পেলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানায়।