আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা-খুলনা মহাসড়কের রামপালের ফয়লায় খানজাহান আলী বিমান বন্দর নির্মাণে বাস্তুভিটা থেকে উচ্ছেদকৃত পরিবারের পুনর্বাসন, প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে খাসজমি বিতরণ এবং জনবান্ধব ভূমি আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারেরা। সোমবার (৩ ডিসম্বের) সকাল ১১টায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে ক্ষতিগ্রস্থদের দাবী আদায়ের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন রামপাল নাগরিক সমাজের আহŸায়ক বিশিষ্ট সাংবাদিক হাওলদার আব্দুল হাদী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা নাগরিক সমাজের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, ক্ষতিগ্রস্থ পরিবারের মল্লিক মোয়াজ্জেম হোসেন, রেজাউল ইসলাম ও লাভলী বেগম। সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামত না নিয়ে কোন ধরণের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। রামপালে খানজাহান আলী বিমান বন্দরের জন্য ৫শ ৩৬ একর জমি অধিগ্রহণ করতে গিয়ে সরকারী আমলারা জমির মালিকদের বঞ্চিত করছে। ক্ষতিগ্রস্থ পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। অন্যদিকে সরকার যে অর্থ দিচ্ছে তা আনতেও ক্ষতিগ্রস্থ পরিবার হয়রানির শিকার হচ্ছেন। বক্তারা আরো বলেন, উচ্ছেদ হওয়া পরিবারের জন্য মানসম্মত আবাসন ব্যবস্থা তৈরী করে দিতে হবে সরকারকে। প্রকল্পের কারণে উচ্ছেদ হওয়া পরিবারকে সরকারি ভাতা দিতে হবে। খানজাহান আলী বিমান বন্দর প্রকল্পের কারণে উচ্ছেদ হওয়া পরিবারের নতুন জীবন-জীবিকা তৈরীতে সরকারকে সহায়তা প্রদাণ করতে হবে। বিনা সুদে ঋণ, চাকুরীতে অগ্রাধিকার, কারিগরি প্রশিক্ষণ এবং খাসজমি বন্দোবস্ত দিতে হবে। এছাড়া জন¯^ার্থে ভূমি আইনের পরিবর্তনের দাবী জানিয়ে তারা বলেন, পরিবেশ-প্রকৃতিকে রক্ষা করেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। বক্তারা রামপালের খানজাহান আলী বিমান বন্দরের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য মানসম্মত আবাসন ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছেন।