স্টাফ রিপোর্টার : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পরিচালক ডা: মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার ‘বিধি বহির্ভূতভাবে’ সেবা তত্ত্বাবধায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া সেই নার্সিং সুপার ভাইজার জেসমিন নাহারকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলীর করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। অন্যথায় ১৭ জুনে অহরাহেৃ তিনি তাৎক্ষনিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে। গতকাল মঙ্গলবার নার্সিং মিডওয়াইফারী অধিদপ্তর কলেজ অব নার্সিং এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পরিচালক ডা: মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
উক্ত অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার স্বাক্ষরতি উল্লেখ করা হয় যার (স্মারকনং ৪৫.০৩.০০০০.০০১.১৯.০০১.২০-) প্রশাসনিক কারণে খুমেক হাসপাতালের নার্সিং সুপার ভাইজার জেসমনি নাহারকে যশোরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে আজ ১৭ জুনের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করার জন্য বলা হলো। অন্যথায় আগামী ১৭ জুন অপহারেন্থ তিনি তাৎক্ষনিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে।
হাসপাতালের সূত্র মতে, সোমবার খুমেক হাসপাতালে উপ-সেবা তত্ত্বাবধায়ক আসমাতুন নেছার উপর অতিরিক্ত সেবা তত্ত্বাবধায়কে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে তার জায়গায় নার্সিং সুপার ভাইজার জেসমিন নাহারকে ভারপ্রাপ্ত সেবা তত্ত্ববাধায়ক দায়িত্ব প্রদান করেন ‘বিধি বহির্ভূতভাবে’ হাসপাতালের পরিচালক ডা: মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার। তার নিয়ম বহি:র্ভূত কাজ কর্মের জন্য হাসপাতালের নার্স ও স্টাফদের মধ্যে ক্ষোভের দানা বাধতে শুরু করে। এছাড়া ওই পরিচালকের বিরুদ্ধে হাসপাতালে নিয়ম বর্হিভূত নানা কর্মকান্ডের মুখ খুলতে শুরু করেছে।