ইউনিক প্রতিবেদক :
খুলনা মহানগরীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর মুন্সিপাড়া প্রথম গলির ৩১নং বাসা থেকে আল-আমিন (২২) নামের যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। আল-আমিন নগরীর বড় বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী।
একটি পুরাতন গামছা দ্বারা গলায় পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি পাওয়া গেছে বলে সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাসান আল-মামুন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মরদেহটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে সেলাই মেশিনের উপর হাটু গেড়ে থাকায় সন্দেহ হচ্ছে। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের কাজ চলছে। পুলিশ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিবে।’