খুলনা: খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চারটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুর থেকে খুলনা-মোংলা, খুলনা-বাগেরহাট, খুলনা-চিতলমারী ও খুলনা-পিরোজপুর রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ।
খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস মালিক সমিতির অভ্যন্তরীণ মতবিরোধের কারণে খুলনা ও মোংলার মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ চারটি রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে।