খুলনার রূপসায় ব্যবসায়ী খান জিল্যুর রহমানের মৃত্যু কেশবপুর উপজেলা প্রেসক্লাবে শোক

প্রকাশঃ ২০২০-০৬-২৫ - ২১:৩৬

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ-এর খালাতো ভাই খুলনা রেলওয়ে মার্কেটের বস্ত্র ব্যাবসায়ী ও রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের খান বজলার রহমানের পূত্র খান জিল্যুর রহমান (৩৮) আবু নাসের বিশেসায়িত হাসপাতালে কিডনি রোগ জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি ৮ বছরের একটি কন্যা, স্ত্রী, পিতা-মাতা, ভাই-সহ-অসংখ্য আত্বীয় স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছে। বাদ জোহর রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের বাড়ির ঈদগাহ ময়দানে মরহুমের নামাজ এ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে খান জিল্যুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতি প্রদানকারীরা হলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সহ-দপ্তর সম্পাদক আবুল বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলোক বসু বাপী, সমাজ কল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু ক্রীড়া সম্পাদক রেজোয়ান হোসেন লিটন, গ্রন্থাগার সম্পাদক শামসুর রহমান বাবলা, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা জামান, নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, গোলাম ফারুক বাবু, আব্দুল্লাহ আল মাহফুজ ও মোহাচ্ছান আলী শাওন, সদস্য কাওছার হোসেন রুবেল, নুর-এ আলম সিদ্দিকী, মীর আজিজ হাসান, মেহেদী হাসান সুমন কবির হোসেন, জাহিদুল ইসলাম, তুহিন হোসেন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত, মফিজুর রহমান, ফারুক হোসেন, আলতাফ হোসেন, সাইদুর ইসলাম, মুন্নাফ হোসেন, সোহেল রানা, তানিম আরাফাত, মোরশেদ আলম, আক্তারুজ্জামান প্রমুখ।