খুলনায় অপদ্রব্য পুশকৃত ৫শ’ কেজি চিংড়ি ধ্বংস

প্রকাশঃ ২০১৭-১১-৩০ - ২২:১৮

খুলনা : খুলনায় অপদ্রব্য পুশকৃত ৫০০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে রূপসা উপজেলার পূর্ব রূপসা চর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চিংড়ি ধবংস করেন। এ ঘটনায় ডিপো মালিককে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, অপদ্রব্য পুশের অভিযোগে ‘ভাই ভাই ফিস’ নামে একটি চিংড়ি ডিপোতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল আলম। এ সময় ডিপো মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী খান পান্না মিয়া জানান, ভাই ভাই ফিস নামে একটি চিংড়ি ডিপো থেকে অপদ্রব্য পুশকৃত (মানবদেহের জন্য ক্ষতিকারক জেলি) ৫০০ কেজি চিংড়ি কেজি জব্দ এবং চিংড়ি ডিপোর মালিককে জরিমানা করা হয়। তবে, অভিযুক্তরা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। পরে অপদ্রব্য পুশকৃত চিংড়ি ধ্বংস করে রূপসা নদীতে ফেলে দেওয়া হয়। অভিযানে কোস্টগার্ড ও মৎস পরিদর্শন ও মাণ নিয়ন্ত্রণ অফিস সহায়তা করেন।