খুলনায় অসহায় মানুষদের মাঝে কেএমপি কমিশনারের খাবার বিতরন
খুলনা অফিস : খুলনা মহানগরীতে কেএমপি কমিশনার খন্দকার লুতফুল কবির আন্তরিক সুদৃষ্টিতে প্রতিদিন ৩০০ জন রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরন করেই যাচ্ছেন। রোববার (১২) জুলাই নগরীর বিভিন্ন স্থানের পড়ে অসহায় মানুষদেরকে খাদ্য সরবরাহ করছেন।
কেএমপি’র সূত্র মতে, পুলিশ কমিশনার খন্দকার লুতফুল কবির পিপিএম স্যারের সুদৃষ্টিতে প্রতিদিন প্রায় ৩০০ জনের অধিক রাস্তায় পড়ে থাকা, আশ্রয়হীন মানুষের মাঝে এভাবেই খাদ্য সরবরাহ করে যাচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
করোনাভাইরাসের এই দুর্ভিক্ষের বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নিজেদের জীবন বাজী রেখে এভাবেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই পুলিশ বাহিনী।
তাদের এ অসাধারন উদ্দ্যেগকে স্বাগতম জানিয়েছেন সাধারন মানুষ জনগন।