খুলনা: খুলনায় অস্ত্রসহ ৪ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১টি চাইনিজ কুরাল, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বই উদ্ধার করা হয়েছে। সকলেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, কুয়েটের ইইই বিভাগের ৩য় বর্ষের ছাত্র আল-আমিন, কুয়েটের আইইএমের ৪র্থ বর্ষের ছাত্র মাহাদী হোসেন, সরকারি বিএল কলেজের ইসলামী ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র মো: পারভেজ এবং একই কলেজের মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র নাজমুল সাকিব।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, কুয়েট ক্যাম্পাস থেকে আল-আমিন ও মাহাদীকে আটক করা হয়। এসময় তাদের নিকট জিহাদী বই পাওয়া যায়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে দৌলতপুরের ঋষি পাড়ায় ১টি ছাত্রবাসে অভিযান চালানো হয়। সেখান থেকে পারভেজ ও নাজমুলকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে কুড়াল, গুলি ও বিপুল জিহাদী বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলার প্রস্তুতি চলছে।