খুলনা : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর একটি টিম রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছেন ইয়াবা বিক্রেতা আলম ফৌজদার (৪০) ও মোঃ রাশেদ (২১)। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সামন্ত সেনা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘ক’ সার্কেলের পরিদর্শক আহসান হাবিবের নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত নাজমুর রহিমের পুত্র আলম ফৌজদারকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেন। এছাড়া একই এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন শেখের পুত্র মোঃ রাশেদকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ‘ক’ সার্কেলের পরিদর্শক আহসান হাবিব ও গোয়েন্দা শাখার পরিদর্শক পারভিন আক্তার পৃথক মামলায় বাদী হয়ে রূপসা থানায় মামলাটি দায়ের করেন।