খুলনায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

প্রকাশঃ ২০১৮-০১-৩১ - ১১:৫৭

খুলনা : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় অধিদপ্তরের এর ‘ক’ সার্কেলের একটি টিম অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন। আটক ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছেন তিশা শিকদার (২৮) ও মোঃ হিরা মোল্লা (৩০)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপসা উপজেলা চাদপুর মোর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ আহসান হাবিবের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাগেরহাট মোল্লারহাটের ১নং ওয়ার্ডের বুড়িগাংনি এলাকার বাসিন্দা এয়াকুব শিকদারের পুত্র তিশা শিকদারকে ৩৫ পিস এবং রূপসা উপজেলা ঘাটভোগ এলাকার বাসিন্দা রেজাউল মোল্লার পুত্র মোঃ হিরা মোল্লাকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারে ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ আহসান হাবিব বাদী হয়ে আসামির বিরুদ্ধে রূপসা থানায় একটি মামলা দায়ের করেন।