স্টাফ রিপোর্টার : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর ‘খ’ সার্কেলের একটি টিম অভিযান চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ সোহেল শেখ (২৫) নামে এক ইয়াবা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বৃহস্পতিবার (১৬ আগস্ট) খুলনা তেরখাদা উপজেলা কুশলা মধ্যপাড়া অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম উক্ত তেরখাদা উপজেলায় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত জাহাঙ্গীর শেখের পুত্র মোঃ সোহেল শেখকে ১৫০পিস ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।