খুলনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ ২০২০-০৭-২৭ - ১৬:০৪

খুলনা অফিস : নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরিফ হোসেন (২৫) এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে নগীরর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকা ১নং ফ্রেজে ৯নং বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোয়েন্দা শাখার পরিদশর্ক পারভিন আক্তার জানান, উক্ত এলাকা থেকে মৃত মফিজুর রহমানের পুত্র আরিফ হোসেনকে ৩১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এর আগেও আরিফকে ইয়াবাসহ আটক হয়েছিলো। সে চিহৃিত একজন ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মাদকের আইনে মামলা দায়ের করা হয়।