খুলনা অফিস : খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের মাদক বিরোধী অভিযানে ‘ক’ সার্ককেলের একটি টিম অভিযানে স্বামী-স্ত্র্র্রী কে ২ হাজান ইয়াবাসহ আটক করেছেন। আটকৃত হচ্ছে স্বামী জাহাঙ্গীর আলম ( ৪৫) তার স্ত্রী সামছুন নাহানা (৩৬).
। এ সময তাদের কাছ থেকে ২০০০ পিস উদ্ধার করা হয়। সোমাবর ৬ জুলাই দুপুরে নগীর বাবু খান রোডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রেরর’ ‘ক’ সার্কেলর পরিদর্শক হাওলাদার মো: সিরাজুল ইসলাম জানান, গতাকাল দুপুর ১ টা ৩০ মিনিটে নগরীর বাবু খান রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই স্বামী -স্ত্রীকে ইয়াবা সহ আটক করেন। পরিদর্শক জানান, এদোর নামে থাকান আগেও মামলা রেয়োছে। এর সালাও মার্চ মাসে ইয়াবাসমহ আমরা তাকে আটক করি।