খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৪-০৭ - ২০:৪০

খুলনা অফিস : রূপসা উপজেলার দেবীপুর গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সালেহা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তিনি মারা যান।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ওই বৃদ্ধা ৭ দিন আগে তার নাতির সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। মঙ্গলবার রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তিনি মারা যান। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। ইতিমধ্যে তার স্যাম্পল সংগ্রহ করে টেষ্টের জন্য পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার জানান, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের প্রাথমিক ভাবে তালিকা তৈরী করে হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যু ব্যক্তির পাশ্ববর্তী ২০টি পরিবারকে লকডাউন করা হয়েছে। সেখানে প্রায় ৮০ জন মানুষ রয়েছে ।