ইউনিক ডেস্ক : খুলনায় স্বাস্থ্য দপ্তরের যথাযথ তৎপরতা ও টিকা কার্যক্রম পরিচালনা কমিটির নিবিড় তদারকিতে মানুষের মধ্যে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে। এছাড়া মানুষের মাঝে বিরাজ করা পার্শ্ব প্রতিক্রিয়ার ভীতিও দূর হচ্ছে। ফলে টিকা গ্রহণকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। গতকাল শনিবার খুলনায় টিকা নিয়েছেন ৫ হাজার ৪শ’ ৯৬ জন। এরমধ্যে ৩ হাজার ৬শ’ ৬৭ জন পুরুষ ও ১ হাজার ৮শ’ ২৯ জন নারী রয়েছে। গত বৃহস্পতিবার টিকা নিয়েছিল ৫ হাজার ৫শ’ ৭৩ জন । খুলনায় পাঁচ দিনে মোট টিকা নিয়েছেন ২০ হাজার ৬শ’ ৯৯ জন। মহানগরে ১৩ কেন্দ্রে ২৯টি টিম ও নয়টি উপজেলায় প্রতিটিতে তিনটি করে ২৭টি টিমের মাধ্যমে এই টিকা প্রদান করা হচ্ছে। খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় খুলনায় ৭ ফেব্রুয়ারি সকাল থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান শুরু হয়েছে। গতকাল শনিবার পঞ্চম দিনে টিকা দেয়া হয়েছে ৫ হাজার ৪শ’ ৯৬ জনকে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২ হাজার ৭শ’ ৫২ জনকে টিকা দেয়া হয়েছে। যার মধ্যে ২ হাজার ২০ জন পুরুষ ও ৭৩২ জন মহিলা রয়েছে। আর নয়টি উপজেলায় দেয়া হয়েছে ২ হাজার ৭শ’ ৪৪ জনকে। যার মধ্যে ১ হাজার ৬৪৭ জন পুরুষ ও ১ হাজার ৯৭ জন মহিলা। আর কয়রা উপজেলায় ৪২০, বটিয়াঘাটায় ৩৮০, দাকোপে ৩৫৫, দিঘলিয়ায় ১৬০, ডুমুরিয়ায় ২০৯, ফুলতলায় ২০৫, পাইকগাছায় ৪৩০, রূপসায় ৩০৭ এবং তেরখাদায় ২৭৮ জনকে টিকা দেয়া হয়েছে। আরও জানা যায়, খুলনা জেলায় করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি টিম এবং প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ২৭টি টিম কাজ করছে। প্রতিটি টিমে দুই জন করে টিকাদানকারী এবং চার জন করে ভলেন্টিয়ার রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে িি.িংঁৎড়শশযধ.মড়া.নফ ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৪০ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই। ৪০ বছরের নিম্নে যারা অগ্রাধিকার তালিকায় অন্তর্ভূক্ত কিন্তু জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন বা হচ্ছেন তাদের প্রাতিষ্ঠানিকভাবে ষরহবফরৎবপঃড়ৎ@সরং.ফমযং.মড়া.নফ মেইলে জাতীয় পরিচয়পত্র নম্বর এর তালিকা প্রেরণ করতে হবে।