খুলনা : খুলনায় ট্রাকের ধাক্কায় ওহিদুজ্জামান (৪০) নামের এক সী ফুড কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টায় রূপসা বাইপাস সড়কের ছাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে জিরোপয়েন্টগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। নিহত ওহিদুজ্জামান লবনচরা বান্দাবাজার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে এবং ফারুক সী ফুডের ব্যবস্থাপক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে অফিস থেকে মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন ওহিদুজ্জামান। এসময় ছাচিবুনিয়া চৌরাস্তার মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে লবনচরা থানা পুলিশ এসে ঘটনাস্থলে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেন।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, একটি দ্রুতগতির ট্রাক ওহিদুজ্জামানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।