ইউনিক প্রতিনিধি : “সুস্থ্য দেহেই সুস্থ্য মনের বাস”। খেলাধূলার মাধ্যমে ব্যক্তির চরিত্রে আত্মবিশ্বস, দৃঢ় প্রত্যয়, অধ্যবসায়ের মত মানসিক গুণাবলী যুক্ত হয়। খেলাধূলার মাধ্যমে মানুষের মধ্যে তৈরী হয় সম্প্রীতির বন্ধন। সৃষ্টি হয় পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বস। এছাড়াও খেলাধূলা মানুষের ভিতর জাতীয়তাবোধ জাগ্রত করে। কাবাডি খেলা একটি প্রাচীন খেলা। বাংলাদেশের আনাচে কানাচে কাবাডি খেলা একসময় অনুষ্ঠিত হত। স্বাধীনতার পর কাবাডি খেলাকে অফিসিয়াল মর্যাদা দিয়ে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ১৯৭৩ সালে গঠিত হয় কাবাডি ফেডারেশন। কিন্তু এই জনপ্রিয় খেলাটি বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশ পুলিশ এই খেলাটিকে মানুষের দৃশ্যপটে পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২১ এর আয়োজন করেছে। গতকাল রবিবার বিকেল ৪টায় খুলনা জেলা পুলিশ লাইন্স, শিরোমনিতে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২১ এর আঞ্চলিক-পর্ব, খুলনার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ। সভাপতিত্ব করেন জনাব ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম, পুলিশ সুপার, খুলনা, জনাব মোছাঃ তাছলিমা খাতুন, কমান্ড্যান্ট, আরআরএফ, খুলনা, জনাব মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, পুলিশ সুপার (এ্যাসেস্ট এন্ড ওয়েল ফেয়ার), রেঞ্জ অফিস, খুলনা, জনাব মোঃ এহসান শাহ্, উপ পুলিশ কমিশনার (সদর), খুলনা মেট্রোপলিটন পুলিশ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কাবাডি দল বনাম আরআরএফ, খুলনা পুলিশ কাবাডি দল। উক্ত খেলায় আরআরএফ, খুলনা ৪৫-২৫ পয়েন্টস্-এ জয়লাভ করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।