খুলনা অফিস : খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকর করার জন্য নগরীর ‘বয়রা বাজার’ ও ‘বড় বাজার’-এর কাঁচামাল (শাক-সবজি ইত্যাদি), মাছ-মাংস এবং ফলের দোকানের স্থান পরিবর্তন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
বয়রা বাজারের উল্লেখিত দোকানগুলোর নতুন নির্ধারিত স্থান হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ। এটি ১৭ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বড় বাজারের উল্লেখিত দোকানগুলোর নতুন নির্ধারিত স্থান শহীদ হাদিস পার্ক। এটি ১৮ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে কার্যকর হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনসাধারণকে নতুন নির্ধারিত স্থানসমূহ থেকে বাজার করার জন্য খুলনা জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো জানানো হয়েছে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।