খুলনায় ভারতীয় উপ-হাইকমিশনার অফিস খোলা হবে

প্রকাশঃ ২০১৭-১২-২১ - ২১:০৭

রবিউল ইসলাম মিটু, যশোর : ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, খুলনায় শিগগির ভারতীয় হাই-কমিশনেরর অফিস খোলা হবে। দক্ষিণাঞ্চলের মানুষের ভারতীয় ভিসা প্রাপ্তিতে আরো সহজ করতে এ অফিস খোলা হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে যশোরের মনিরামপুরের যাওয়ার পথে রামকৃষ্ণ মিশন ও আশ্রম পরিদর্শনের সময় সংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।

তিনি এসময় বলেন খুলনা-কলকাতা যাত্রী ট্রেনের যশোরে স্টপেজ দেওয়া না দেয়ার বিষয়টি বাংলাদেশের। যতদিন পর্যন্ত খুলনা স্টেশনে ইমিগ্রেশনের ব্যবস্থা না হচ্ছে, ততদিন যশোরে স্টপেজ দিলে কোন সমস্যা হওয়ার কথা ন

হাইকমিশনার শ্রিংলা বৃহস্পতিবার দুপুরে আকাশপথে ঢাকা থেকে যশোর আসেন। তিনি শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন ও আশ্রম পরিদর্শন করেন। পরে তিনি মণিরামপুরের মশিহাটিতে সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।

রামকৃষ্ণ মিশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ প্রমুখ।