বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অমিত শীল, দীপ্ত দাস ও ইন্দ্রানী বিশ্বাস নামে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মদপানে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাড়িয়েছে। এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে খুলনায় অতিরিক্ত মদ্যপানে আপন ২ ভাইসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, এরা সবাই বিজয়া দশমীর আনন্দ উপভোগ করতে মদ পান করে ছিলেন। কিন্তু অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয় ।