নিজস্ব প্রতিবেদক : খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে মোঃ আজিজুল (৪০) ও মোঃ বাবু মিয়া (৩০)। তারা এই ফেনসিডিল চালান খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গোয়েন্দা শাখার একটি টিম নগরীর রূফসা বাসস্ট্যান্ড বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাদেরকে আটক করেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্ববধানে গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপসা বাস স্ট্যান্ডে সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় শরীয়তপুর এলাকার বাসিন্দা কালাচান মের্দ্দার পুত্র আজিজুল ও যশোর ঝিকরগাছা এলাকার বাসিন্দা নুর ইসলাম মিয়ার পুত্র মোঃ বাবুল মিয়ার কাছে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তারা এই ফেনসিডিল ঢাকা উদ্দেশ্যে খুলনা থেকে নিয়ে যাচ্ছিলো বলে প্রাথমিক ভাবে তারা স্বীকারোক্তিদেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা মাদকের আইনের মামলা দায়ের করা হয়েছে।