খুলনায় মাসব্যাপী একুশে বইমেলার কর্মসূচি

প্রকাশঃ ২০১৮-০১-২৮ - ১২:১৮

খুলনা : খুলনায় অন্যান্য বারের মতো এবারও আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি মাসব্যাপী বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ‘একুশে বইমেলা ২০১৮’। খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান এঁর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত একুশে বইমেলা-২০১৮ এর প্রস্তুতিমূলক সভায় কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। তবে ছুটির দিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। মেলা প্রাঙ্গনে প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বইমেলা প্রাঙ্গণ ধুমপানমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে। শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন থাকবে। শিক্ষার্থীদের জন্য বই পাঠের ব্যবস্থা থাকবে। মেলা প্রাঙ্গনে প্রতিদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

সভায় বইমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষে পৃষ্ঠপোষক কমিটি, উপদেষ্টা কমিটি,পরিচালনা কমিটিসহ বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।