খুলনা অফিস : খুলনায় রাসায়নিক দ্রব্য পানে দুই রঙ মিস্ত্রির মৃত্যু মৃত্যু হয়েছে। জানা গেছে, খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় মো. পারভেজ (২৯), রফিক বিশ্বাস (৪০) ও শামীম (৩২) বিষাক্ত রাসায়নিক দ্রব্য মদ ভেবে পান করে,এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার (৬ নভেম্বর) মো. পারভেজ (২৯), রফিক বিশ্বাস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আরেক শ্রমিক শামীম (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ।
শ্রমিকরা তরল রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে পান করেছিল বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই তিন জন বিষাক্ত রাসায়নিক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কলেজের অধ্যক্ষ টিএম জাকির হোসেন জানান, কলেজের সংস্কার কাজে জন্য ওইসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাব থেকে তারা বিষাক্ত কিছু পান করায় মৃত্যুর ঘটনা ঘটেছে।