খুলনা: খুলনার আলোচিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে (৪৪) বুধবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে মহানগরীর লবনচরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এক ব্যক্তির কাছ থেকে দশ লাখ টাকা পাওয়ার আশায় ভূয়া কাগজ পত্র তৈরী করে হয়রানীর অভিযোগে মহানগরীর লবনচরা থেকে ট্যারা মোস্তকে গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন থানা সূত্রে জানা যায়, ট্যারা মোস্তর বিরুদ্ধে ৩০টির অধিক মামলা রয়েছে। এদিকে আলোচিত সন্ত্রাসী ট্যারা মোস্ত গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।