ফুলতলা (খুলনা) প্রতিনিধি// অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক ৫ দিনব্যাপী প্রধান শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খুলনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোঃ সাহেদুল আলম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন। এ সময় বক্তৃতা করেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আইউব হোসেন, সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী, মোঃ আশরাফুল ইসলাম । অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ সাজ্জাদ হোসেন খান।