খুলনা অফিসঃ খুলনা করোনা হাসপাতালের নার্সসহ ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শীলা রানী দাস, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী নাজনীন এবং নৈশপ্রহরী মামুন
শীলা রানী খুলনা করোনা হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) নার্স ইনচার্জ। সিভিল সার্জন আরো জানান, এর আগে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শাহারুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছিলেন।
তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটার আগেই লকডাউন করা হয়েছিল।