খুলনা-কলকাতা রুটে স্টপেজ চালু ও ভাড়া কমানোর দাবিতে যশোরে মানববন্ধন

প্রকাশঃ ২০১৭-১২-১৯ - ২০:৫১

রবিউল ইসলাম মিটু, যশোর : খুলনা-কলকাতা রুটে যশোরে স্টপেজ চালু ও ভাড়া কমানোরসহ ১১ দফা দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রেল উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইকবাল কবির জাহিদ, অ্যাডভোকেট ইনামুল হক, যোগেষ দত্ত, দৈনিক সত্যাপাঠ সম্পাদক হারুন-অর-রশিদ, জিল্লুর রহমান ভিটু, গোলাম মোস্তফা, শাহাজাহান আলী, হাসিনুর রহমান, মোক্তার আলী, নাজিম উদ্দিন, সানোয়ার আলম দুলু, অনিল বিশ্বাস, শেখ ইসমাইল, জাকির হোসেন হবি, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, অ্যাডভোকেট আবুল কায়েস, যোষেফ সুধীন মন্ডল, ইলাহদাদ খান, উজ্জ্বল বিশ্বাস, শেখ আলাউদ্দিন, শফিকুল ইসলাম, খবির শিকদার, মামুন হোসেন, আহসান উল্লাহ ময়নাসহ নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।