বটিয়াঘাটা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট খুলনা জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় মহানগরীর সোনাডাঙ্গা থানার নবপল্লী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে । জেলা শাখার আহ্বায়ক ধীরাজ কুমার মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিন রায়ের সঞ্চলনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তপন কুমার হাওলাদার । বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিঠু দে, এডভোকেট মেহেদী হাসান, শিক্ষিকা রিতা সরকার বীরমুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল, শিক্ষক অঞ্জন দত্ত । অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহাজোটের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইন্দ্রজিৎ টিকাদার, অভিজিৎ রায় অভি,সুপদ রায়, ফাল্গুনী মল্লিক, মাধুরী মন্ডল, নারীনেত্রী কানন বালা মল্লিক, প্রমিলা রায়, অনিতা রানী গোলদার,আরতী মন্ডল, চৈতালি মল্লিক, দিজেন্দ্রনাথ মন্ডল, মৃন্ময় বাছাড়, রিংকু রায়, বিশ্বজিৎ মল্লিক,এ্যপেলো মন্ডল, এডভোকেট অমিত বিশ্বাস, গোবিন্দ বাইন,রিপন রায়,পরাগ রায়, সবুজ মিস্ত্রী,আশীষ সরকার, চিন্ময় হালদার, দেবাশীষ গোলদার,অধরা মন্ডল, হরপ্রসাদ বৈরাগী প্রমূখ । অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধের সময় সকল শহীদ, মৌলবাদী গোষ্ঠীর হামলায় নিহত সকল সনাতনী এবং সম্প্রতি বঙ্গবন্ধু পরিবারের সর্বশেষ অভিভাবক গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার চাচী ও শহীদ আবু নাসের শেখ এর সহধর্মিণী রিজিয়া নাসের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ।