খুলনা ঢাকা রাউন্ড টেবিল ও খুলনা সাইক্লিস্ট এর সাইকেল র‌্যালী

প্রকাশঃ ২০২১-০৩-২৬ - ২০:৫৪

বিজ্ঞপ্তি : বাংলাদেশ সরকার ২৬শে মার্চ ২০২১ স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শর্তবর্ষ উদযাপন উপলক্ষে যে কর্মসূচি হাতে নিয়েছে তার সাথে একত্বতা প্রকাশ করে ঢাকা রাউন্ড টেবিল ও খুলনা সাইক্লিস্ট স্বাধীনতার সুবর্ন জয়ন্তী দিবস ২৬শে মার্চ ২০২১ শুক্রবার স্মরনীয় করে রাখতে “ স্বাধীনতার ৫০ বছর” এই শিরোনামে সাইকেল র‌্যালী আয়োজন করে খুলনা শহরের দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায়।
খুলনার শিববাড়ি মোড়ে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এম জাহিদ হোসেন সভাপতি খুলনা প্রেস ক্লাব, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, খন্দকার আবু হাসান সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা, খুলনা প্রেস ক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
অনুষ্ঠান প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
ঢাকা রাউন্ড টেবিলের সদস্য রনি, সিফাত, ফাহাদ প্রস্তাবিত খুলনা রাউন্ড টেবিলের চেয়ারম্যান রেজোয়ান ওয়ালিদ অন্তু, খুলনা সাইক্লিস্ট এর এডমিন মোস্তফা কামাল, খান শাহেদ, শরিফুল ইসলাম হিরন, রেজাউল করিম, মেজবা প্রমূখ। দুরন্ত বাইসাইকেলের ব্রান্ড ম্যানেজার অভিক জামিল ও আরএফএল ব্রান্ড এর ইভেন্ট ম্যানেজার মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাধীনতা দিবস সাইকেল র‌্যালীর প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি।
সাইকেল র‌্যালীটি শিববাড়ি- ময়লাপোতা Ñ রয়েলের মোড় Ñ রূপসা স্ট্যান্ড মোড় Ñ রূপসা নতুন বাজার মোড় – জেলা স্কুল মোড় – জজকোর্ট Ñ নগর ভবন Ñ হাদিস পার্ক মোড় Ñ ডাক বাংলা মোড় Ñ ফেরিঘাট মোড় হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। এতে প্রায় দেড় শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহন করে।
সাইকেল র‌্যালী অনুষ্ঠানটির অনলাইন মিডিয়া পার্টনার ছিল বাংলানিউজটোয়েন্টিফোরডটকম, লোকাল মিডিয়া পার্টনার দৈনিক খুলনাঞ্চল, ফটোগ্রাফি পার্টনার কাব্যকৃতি, পার্টনার এ্যাপোলো ফার্নিচার। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল দুরন্ত বাইসাইকেল।