স্টাফ রিপোর্টার : সরকারি হিসাব অনুযায়ী গত সোমবার সকাল ১১টা থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্ত সংখ্যা দাড়ালো ১০ হাজার ৪৯২ জন। বর্তমানে ১৫৪ জন ভর্তি রয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে খুলনায় ১ জন, সাতক্ষীরায় ৩ জন, যশোরে ১৮ জন, ঝিনাইদহে ৩ জন, মাগুরায় ৪ জন, নড়াইলে ১ জন, কুষ্টিয়ায় ৫ জন, চুয়াডাঙ্গায় ১জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছে।