খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত

প্রকাশঃ ২০১৯-১০-১৬ - ১৬:২৫

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে । এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৯ হাজার ৮৬৯ জন। বতর্মানে ২৯১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। খুলনা স্বাস্থ্য অধিদপ্তর (রোগ নিয়ন্ত্রণ) থেকে এ তথ্য পাওয়া যায়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, সোমবার সকাল ১১টা থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের নতুন করে ৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন। আক্রান্তদের মধ্যে বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ৫ জন, যশোরে ৩৩ জন, ঝিনাইদহ ৩ জন, মাগুরায় ৫ জন, নড়াইলে ৩ জন, কুষ্টিয়া ১২ জন, চুয়াডাঙ্গা ১ জন, মেহেরপুরে ১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ডেঙ্গতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।