খুলনা মেডিকেলের করোনা আইসোলেশন ইউনিটে শিশুর মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৪-১১ - ১৬:১৩
খুলনা অফিস : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটি মারা যায় বলে জানিয়েছেন ওই আইসোলেশন ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

শিশুটি গতকাল পার্শ্ববর্তী খালিশপুর উপজেলা থেকে চিকিৎসা নিতে এসেছিল বলে জানা গেছে।

ডা. শৈলেন্দ্রনাথ জানান, শিশুটি জ্বর, সর্দি, কাশি ও মারাত্মক নিউমোনিয়া রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এগুলো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ইউনিটে পাঠিয়ে দেয়া হয়।

শুক্রবার দুপুর ৩টায় শিশুটিকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে মারা যায় শিশুটি।

শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য এরিমধ্যে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডা. শৈলেন্দ্রনাথ। আজ বেলা ১১টার দিকে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা জানান তিনি।