বিজ্ঞপ্তি: খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর দুটায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা। এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক সুরেন্দ্রনাথ মন্ডল, গোলাম নবী মাসুম, ব্যাবস্থাপক লিয়াকত বিন এমদাদ, সাবেক হিসাব রক্ষক মোঃ হিরা আলম, খুবি সেকশান অফিসার আজিজুর রহমান, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুব প্রধান মাহমুদুল ইসলাম সনেট, উপ-যুব প্রধান শেখ আল-আমিন, ব্যাংক কর্মকর্তা প্রশান্ত সরকার, আবু বক্কার, মিজানুর রহমান, আমিত ইসলাম প্রমূখ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।