বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেনের চাচি শাশুড়ি বেগম জেবুন্নেছা রহমান (৭৫) মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৫টায় নগরীর ৬, রামচন্দ্র দাস লেনস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)।
তিনি দীর্ঘদিন লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি জাপান প্রবাসী এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আজ বুধবার সকাল ১০টায় নগরীর খানজাহান আলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কেইউজে’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।