ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনা ৫ আসনের মহাজোট প্রার্থী ও মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রী ও নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আওয়ামীলীগ কোন সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। দেশে সাম্প্রদায়িক সম্প্রতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার বিকালে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা ভুইয়া পাড়ায় এক কর্মী সমাবেশ ওয়ার্ড সভাপতি টিটো ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রমজান আলী মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আইয়ান জুট মিলের পরিচালক মোঃ জহির উদ্দিন রাজীব, আবিদ হোসেন, ওয়ার্কার্স পার্টি নেতা কম. আনছার আলী মোল্যা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, ইসমাইল হোসেন বাবলু, শাহিদুল ইসলাম মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্ট, আশরাফুল আলম কচি, রবীন বসু প্রমুখ। এদিকে ফুলতলা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের অনুরুপ এক কর্মী সমাবেশ স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে ইউনিয়ন সভাপতি আলী আজম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আশরাফ হোসেন আশু, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মন্টু, ইমাম হোসেন মোড়ল, শেখ আশরাফ আলী, মাষ্টার নাসির উদ্দিন, হালিমা বেগম হাসি, সিদ্দিকুর রহমান, রবিউল ইসলাম, বিক্রম মেধা, কেসমত শেখ, আকবার মুন্সী, ফারুক মোল্যা, মোস্তানিস মোল্যা প্রমুখ।