গণপিটুনিতে সাড়ে ৮ বছরে ৮২৬ খুন

প্রকাশঃ ২০১৯-০৭-২৩ - ১১:২৮

গত সাড়ে আট বছরে সারা দেশে গণপিটুনিতে খুন হয়েছেন ৮শরও বেশি মানুষ। এই তথ্য গণমাধ্যম থেকে পেয়েছে আইন ও সালিশ কেন্দ্র। গত ১২ দিনেই গণপিটুনিতে প্রাণ গেছে ১০ জনের। গণপিটুনিকে সামাজিক অবক্ষয় উল্লেখ করে প্রান্তিক পর্যায় থেকে এখনই পদক্ষেপ নেবার কথা বলছেন সমাজবিজ্ঞানীরা।  হামলকারিদের মানসিক রোগী না ভেবে এর পেছনের কারণ অনুসন্ধানের কথা বলেছেন মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা মনে করছেন, শাস্তি দিয়ে ভয় তৈরি করাও জরুরী হয়ে পড়েছে এখন।

গত শনিবার সকালে রাজধানী বাড্ডার এই ছবি নাড়িয়ে দিয়েছে সবার বিবেক। সন্তানের ভর্তির জন্য স্কুলে তথ্য আনতে গিয়ে সেখানেই ছেলে ধরা গুজবের শিকার হয়ে গণপিটুনিতে নির্মমভাবে খুন হয়েছেন তাসলিমা রেনু।

একই দিন দেশের বিভিন্ন জায়গায় আরো তিনজনকে ছেলে ধরা গুজব বলে হত্যা করা হয়েছে গণপিটুনি দিয়ে। গত ১২ দিনে এই গুজবে বলি হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। আহত হয়ে হাসাপাতালে আছেন আরো বেশকজন।

কিন্তু হঠাৎ করে সারা দেশে কেন গণপিটুনি এভাবে মাথাচাড়া দিয়ে উঠলো? কেনই বা গুজবে হত্যার মত অপরাধে পিছপা হচ্ছে না লোকজন। মনোবিজ্ঞানী মোহিত কামালের মতে, হামলাকারীদের কোনভাবেই  মানসিক বিকারগ্রস্থ না বলে এর ভেতরের কারণ বের করতে হবে।

মনোবিজ্ঞানী অধ্যাপক মোহিত কামালের মতে, এমন নিষ্ঠুর এমন হিংস্রভাবে মারতে দেখলাম যে, আমরা আর ভিডওটা দেখতে পাচ্ছি না। আমরা নিজেরা আক্রান্ত হয়ে যাচ্ছি। কাদের এমন হিংস্রতা হয়? কার এ নিষ্ঠুরতা করে দেখাতে পারে? যাদের ব্যক্তিত্বের মধ্যে পাষন্ডতা আছে, নির্মমতা আছে, হিংস্রতা আছে। এটা কোন অসুখ না। আমি তাকে রোগি বলবো না। রোগি বলার সাথে সাথে সে কিন্তু আইনের বিভিন্ন সুযোগ পেতে পারে। এটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। কিছু লোককে লেলিয়ে দেয়া হতে পারে যে, সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করো। আশান্তি তৈরি করো এবং সেটি সরকারের জন্য ক্ষতিকর হবে। এটাও হতে পারে। সরকারকে এটা মাথায় রাখতে হবে।’

তবে, সমাজবিজ্ঞানি নেহাল করীমের মতে, এই সমস্যা সমাধানে এখনই কঠোর শাক্তি প্রয়োগ করে কাজ শুরু করতে হবে সমাজের গোড়া থেকেই। তিনি বলেন, ‘সমাজে কেউ স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। আর কেউ না পারুক, অন্তত গোয়েন্দাদের উচিত এটা খঁজে বের করা। আমাদের গোয়েন্দারা তো কিছুই করে না। নির্মূল কোনটাই হবে না। হ্রাস করা যেতে পারে। সে জন্যই কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের দুরভাগ্য যে, আমাদের দেশে সব ধরনের আইন আছে। কিন্তু তার কোন প্রয়োগ নেই।’

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত সাড়ে আট বছরে সারা দেশে গণপিটুনিতে খুন হয়েছেন কমপক্ষে ৮২৬ জন। গণপিটুনির জন্য কেউ শাস্তি না পাওয়ায় এই অপরাধে ভীত নয় মানুষ। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা বলেন, এমন অন্যায় করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে যেতেই হবে। এখন একটা বিশেষ সময় এসেছে। এখন উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটাতে হবে; এরকম অন্যায় করে কোন ভাবেই ক্ষমা পাওয়া যাবে না। অন্যায়কারী যত শক্তিই থাক, তাকে তার শান্তি পেতেই হবে।’