গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার করোনা ভাইরাসে নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছে। জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ জন। এরমধ্যে তিনজন মারা গেছে। ৪৩ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র ড়েওয়া হয়েছে তারা বর্তমানে সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করছেন। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮০ জন। এছাড়াও ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৪১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৪৮০ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ১৩, গোব্দিন্দগঞ্জে ১২৮, সদরে ৬৭, ফুলছড়িতে ৭৮, সাঘাটায় ৮১, পলাশবাড়িতে ২১ ও সাদুল্যাপুর উপজেলায় ৯২ জন।
উল্লেখ্য ,করোনার এই সময় কালে জেলা জুড়ে ১ লাখ ৯৫ হাজার ৮ শত পরিবার কে ও ১৫ হাজার শিশুকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।