গাইবান্ধায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

প্রকাশঃ ২০২০-০৫-০২ - ১৫:৫২

গাইবান্ধা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস মোকাবেলায় আজ শনিবার গাইবান্ধা পৌরসভা এলাকাসহ সদর উপজেলার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে নিজস্ব তহবিল থেকে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব   আবু বকর সিদ্দিক।

দলীয় কার্যালয় চত্বর সহ বিভিন্ন পয়েন্টে ২ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, আলু, লবণ ও সোয়াবিন তেল বিতরণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তিগত নিজস্ব অর্থায়নে কর্মহীন ও দুঃস্থ মানুষের জন্য এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। সামাজিক দুরুত্ব বজায় রেখে দলীয় কার্য্যালয় চত্বরসহ কয়েকটি এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম ছাকা, উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ প্রধান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।