আশরাফুল ইসলাম, গাইবান্ধা : জাতীয় সংসদের মাননীয় ডিপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির সৌজন্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে যমুনা চরের দুঃস্থ্য হত দরিদ্র নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষের মাঝে ২০০ গাছের চারা ও ২০০ শীত বস্ত্র বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আজ শনিবার দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার চরকাবিলপুর গ্রামে আফতাব হোসেন চৌধুরি সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘাগটের সম্পাদক ও বিশিষ্ঠ সাংবাদিক আব্দুর সামাদ সরকার বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আব্দুল হাদী, ব্যারিষ্টার মোশারফ হোসেন মনি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।