গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঠাকুরের দিঘি পল্লী বিদ্যুৎ সাব স্টেশন সংলগ্ন জমিতে বুধবার বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়। ওই এলাকার শাহীন মিয়া ও দুখু মিয়ার দু’বিঘা জমিতে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
পরে ঠাকুরের দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ গাইবান্ধার উপ-পরিচালক আ.কা.মো. রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, খোলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহমুদ সারওয়ার মুক্তা প্রমুখ। এবার জেলায় ১ লাখ ৩০ হাজার ৬শ’ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৮শ’ ১৩ হেক্টর বেশি।