গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

প্রকাশঃ ২০২০-০৬-২৭ - ১৩:৩৭

গাইবান্ধা প্রতিনিধি : আবারো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থানীয়ভাবে কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টেসহ ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, ২৬ জুন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত  তিস্তামুখঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায় । নদীতে পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীতে পানি বৃদ্ধির কারনে উপজেলার নদী বেষ্টিত চরএলাকা গুলোর নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফলে এসব এলাকার বসতবাড়ির লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। সেইসঙ্গে পাট, পটল, কাঁচামরিচ ও শাক-সবজির ক্ষেতসহ সদ্য রোপণকৃত বীজতলায় পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধির সাথে সাথে কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে ব্যাপক ভাবে । উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সাংবাদিকদের জানান, পানি বৃদ্ধি কারণে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকার ফসলি জমি এ পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। পানি বৃদ্ধি সাথে সাথে গত কয়েকদিনের ভাঙনে উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া ও কাবিলপুর এলাকার ৪৬টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছেন।