গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় মঙ্গলবার করোনা ভাইরাসে নতুন করে আরও একজন আক্রান্ত হয়েছে। নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ জন। এরমধ্যে একজন মারা গেছে। বাকিরা একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১২ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ১০ জন রোগী সুস্থ হয়ে তারা ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাওয়া তথ্য মতে ,জেলায় গত ২৪ ঘন্টায় ৭৮০ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২৬, গোব্দিন্দগঞ্জে ১৪২, সদরে ১২৪, ফুলছড়িতে ১৯০, সাঘাটায় ১৯৫, পলাশবাড়ীতে ২৮, সাদুল্যাপুর উপজেলায় ৯৪ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে।