গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ জাতীয় বাজেটের ২০% স্বাস্থ্যখাতে বরাদ্দ, জেলা উপজেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপনসহ ১১দফা দাবিতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ২১ জুন রোববার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখা।
গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ গাইবান্ধা জেলা কমিটির সদস্য সুকুমার মোদক, বাসদ মার্কসবাদী জেলা সদস্য নিলুফার ইয়াছমিন শিল্পী প্রমুখ। বক্তারা বলেন, দেশে যখন করোনা মহামরি উর্ধ্বমুখী তখন সরকার সব কিছু খুলে দিয়ে দেশের মানুষকে আত্মহত্যার প্ররোচণা দিচ্ছে। শুরু থেকে গাইবান্ধা জেলা করোনার ঝুঁকিপূর্ণ হলেও আজ পর্যন্ত জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন না হওয়া স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা জনগণের সামনে উন্মোচন করেছে। সেই সাথে বক্তারা, গাইবান্ধার আইসোলেশন সেন্টারের অব্যবস্থাপনার তীব্র প্রতিবাদ জানান।
তারা বলেন, গাইবান্ধা আইসোলেশন সেন্টারে থাকা রোগীরা অভিযোগ করছে সকালের খাবার দুপুরে দেয়া হয়, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। বক্তারা অবিলম্বে গাইবান্ধায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন ও আইসোলেশন সেন্টারের অব্যবস্থাপনা দূর করে করোনা রোগীসহ সকল রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জোড় দাবি জানান।