গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় আজ রোববার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে বৃদ্ধি পেয়েছে ৯১ জন। এদিকে জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা এখনও ১৬ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত এসব রোগীরা সবাই গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায় ,জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৯৭ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৫২, গোব্দিন্দগঞ্জে ৪০৮, সদরে ৩৫৪, ফুলছড়িতে ৪৪৮, সাঘাটায় ৫৮৮, পলাশবাড়ীতে ৩১, সাদুল্যাপুর উপজেলায় ৩১৬ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৬ জন রয়েছে । জেলায় ১০০ বেডের একটি আইসোলিসন সেন্টার ,২ টি এম্বুলেন্স,২ টি মাইক্রোবাস সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।