পুলিশ জানায়, রবিবার এশার নামাজের সময় নামাজ আদায় করা নিয়ে মুন্সী ও মাতব্বর বাড়ির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে সোমবার সকালে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এ সময়, প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান সুজন শেখ নামে একজন। আর সংঘর্ষে দু’জন আহত হন।
গোপালগঞ্জঃ গোপালগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা নিয়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সংঘর্ষে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার সকালে মুকসুদপুরের পশ্চিম বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে।