গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ ২ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বোরবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, বণফুল পরিবহনের চালক ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বগাইল গ্রামের শেখ খবিরের ছেলে শেখ শাহিন (৪৮) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জের আব্দুস সোবাহানের স্ত্রী মালা বেগম (৩৫)।
গোপালগঞ্জ সদর থানার এস.আই শওকত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বণফুল পরিবহনের একটি নৈশ কোচ ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিত দিক থেকে আসা বৈদ্যূতিক তার বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালকসহ ২জন নিহত হয়। আহত হন আরো অন্তত ১০ জন। নিহত ২ জনের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।