গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সদর উপজেলায় ট্রলি গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাকুড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এম এ দাউদ শেখ (৪০) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দলিল উদ্দিন শেখের ছেলে এবং ফকিরহাট থানা যুবলীগের আহ্বায়ক ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মোটর সাইকেলে করে ফকিরহাট থেকে গোপালগঞ্জের আসছিলেন এম এ দাউদ শেখ। এ সময় মোটর সাইকেলটি ওই স্থানে পৌঁছালে মাটি টানা ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।